Tuesday, January 19, 2010

এবারের বই

শস্যপর্ব থেকে এবার আসবে ছয়টি বই। ছোট গল্পের তিনটি এবং তিনটি কবিতার। সাথে যোগ হবে সচলায়তনের বার্ষিক সংকলন। সে হিসাবে এক থলেতে ৭ টি বই। বৃষ্টিদিন রৌদ্রসময় অথবা গল্পহীন সময় এর একটু পরিবর্তন করে আনার চেষ্টা চলছে। সম্ভব হলে বউ, বাটা, বল সাবান এর ২য় সংস্করণও নিয়ে আসা হবে।

বই এর তালিকা:

গল্পগ্রন্থ:

কাঠের সেনাপতি- তারেক নূরুল হাসান
ম্যাগনাম ওপাস ও অন্যান্য গল্প- মাহবুব আজাদ
পোকাদের দল পাতকুয়ায় ফেরে- রানা মেহের

কবিতা:
মিহিদানা দিনলিপি- নজমুল আলবাব
কান্না বিষয়ক শব্দাবলী- রুদ্র বাদল
এলোমেলো- মাশীদ আহমদ

সঙ্কলন:

সচলায়তন সংকলন ৩য় খন্ড

কোন সমস্যা না হলে, সবগুলো বই এবার পাঠসূত্র এর স্টলে পাওয়া যাবে। মেলার পর ঢাকার একাধীক দোকানে বই পাওয়া যাবে বলে আশা করছি।

2 Comments:

পান্থ রহমান রেজা said...

রানাপুর বই বের হতে পারে, এটা আগেই বলেছিলেন। এখন সত্যি সত্যি বের হচ্ছে দেখে আনন্দ লাগছে। এই অসাধারণ কর্মটি করার জন্য প্রকাশক মশায়কে ধন্যবাদ।

পান্থ রহমান রেজা

shree said...

prothomei dhanyobad blog e ashar janyo ,bangla cheshta korechhilam kintu olotpalot hoye shey ek kando tai apatato khanto rekhechhi kintu chesta korbo abar lekhar.