Tuesday, January 19, 2010

এবারের বই

শস্যপর্ব থেকে এবার আসবে ছয়টি বই। ছোট গল্পের তিনটি এবং তিনটি কবিতার। সাথে যোগ হবে সচলায়তনের বার্ষিক সংকলন। সে হিসাবে এক থলেতে ৭ টি বই। বৃষ্টিদিন রৌদ্রসময় অথবা গল্পহীন সময় এর একটু পরিবর্তন করে আনার চেষ্টা চলছে। সম্ভব হলে বউ, বাটা, বল সাবান এর ২য় সংস্করণও নিয়ে আসা হবে।

বই এর তালিকা:

গল্পগ্রন্থ:

কাঠের সেনাপতি- তারেক নূরুল হাসান
ম্যাগনাম ওপাস ও অন্যান্য গল্প- মাহবুব আজাদ
পোকাদের দল পাতকুয়ায় ফেরে- রানা মেহের

কবিতা:
মিহিদানা দিনলিপি- নজমুল আলবাব
কান্না বিষয়ক শব্দাবলী- রুদ্র বাদল
এলোমেলো- মাশীদ আহমদ

সঙ্কলন:

সচলায়তন সংকলন ৩য় খন্ড

কোন সমস্যা না হলে, সবগুলো বই এবার পাঠসূত্র এর স্টলে পাওয়া যাবে। মেলার পর ঢাকার একাধীক দোকানে বই পাওয়া যাবে বলে আশা করছি।

দুই ছত্র নিজের কথা

শস্যপর্ব যাত্রা শুরু করে কবিতার কাগজ হিসাবে। নয় বছর আগে। কিন্তু মাত্র দুটো সংখ্যাই এ পর্যন্ত করা গেছে। তাও এক ফর্মা ছিলো তাদের ওজন।
প্রকাশনার কাজ শুরু হয় ২০০৮ সাল থেকে। এ পর্যন্ত ৪ টি বই প্রকাশিত হয়েছে। প্রথম বছর নজমুল আলবাব এর গল্পগ্রন্থ বউ, বাটা, বলসাবান ও জাহেদ সারওয়ার এর কবিতা গ্রন্থ এই মিছা কবি জীবন প্রকাশ করা হয়।

প্রকাশনায় আসার পেছনে লম্বা কোন ইতিহাস নেই। আবার না বলার মতো কোন কথাও নেই। নিজের বই প্রকাশের জন্যে দু এক যায়গায় ধর্না দিয়ে নানান সমস্যায় পড়ে কাজ শুরু করি। আপাতত এই থাক।

২০০৯ এ প্রকাশ করা হয়, আনোয়ার সাদাত শিমুল এর প্রথম গল্পগ্রন্থ অথবা গল্পহীন সময়। অমিত আহমেদ এর দ্বিতীয় পুস্তক তাও গল্পের, বৃষ্টিদিন রৌদ্রসময়